সংস্কৃতি আর নাটকপাড়া খ্যাত রাজধানীর বেইলি রোডের ইফতারিতে রুচি আর আভিজাত্যের ছোঁয়া অনেক আগে থেকেই। দুপুর গড়ানোর পর থেকেই অভিজাত সব দোকানে হরেক রকম বাহারি সব পসরা নিয়ে বসেছেন দোকানিরা। অন্যান্যবার সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে ইফতারির দোকান বসলেও এবারের দৃশ্যটা কিছুটা ভিন্ন। রেস্তোরাঁগুলো এবার আর রাস্তায় বসেনি। দোকানের ভিতরে সাজানো হয়েছে ইফতারির পসরা। ফলে ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারছেন পথচারীরা<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/498886